পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির কোষাধ্যক্ষ গোবিন্দ লাল মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার মোঃ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। বিশেষ অতিথি ছিলেন সাইনোভিয়া ঔষধ কোম্পানীর সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার কৃষ্ণ চন্দ্র রায়, প্রতিনিধি আরমান আলী।
বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ অহেদুল ইসলাম, ইয়াসিন আলী, মোঃ রফিকুল ইসলাম, বিধান সরকার, দীপংকর ঢালী, আজমল হোসেন খান, অমলেন্দু রায়, আরাফাত হোসেন, রনজিত কুমার বাছাড়, গৌরাঙ্গ কুমার মন্ডল, আজমল হোসেন গাজী, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, বিধান কুমার মন্ডল, প্রকাশ মন্ডল, বিপ্রদাশ সরদার, শুখেন্দু মন্ডল, বিধান মন্ডল ও অর্পন রায়।
সভায় সর্বসম্মতিক্রমে দীপংকর ঢালীকে সভাপতি ও আজমল হোসেন খানকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গ্রাম ডাক্তার কল্যান সমিতির সোলাদানা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
(3)