সাতক্ষীরা প্রতিনিধি: বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ হতে সৃষ্ট ঘূর্ণিঝড় মোচা মোকাবিলায় আগাম প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সোমবার ৮ মে বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামন বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন, এ বি এম খালিদ সিদ্দিকী, রহিমা খাতুন, ফাতেমা তুজ জোহরা, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা একটি দুর্যোগ প্রবণ জেলা। এখানকার উপকূল বারবার ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত তাই সম্ভাব্য ঘূর্ণিঝড় মোচা মোকাবেলা প্রশাসনের সব বিভাগকে প্রস্তত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে চ্ছাসেবকদেরও। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে।
এসময় সাতক্ষীরা জেলার দুর্যোগের সম্ভাব্য প্রভাব এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসকল্পে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত প্রদান করেন।
(3)