তবে এই সন্ত্রাসী গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধকে আমেরিকা ও ইসলাম ধর্মের মধ্যেকার লড়াই হিসেবে দেখাটা উচিৎ হবে না বলে মন্তব্য করেন মি. ওবামা। কট্টর পন্থার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার মুসলমানদের অংশ নেবারও আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তাদের এক ক্রিসমাস পার্টিতে চালানো ওই হামলাটির প্রতিক্রিয়ায় ওভাল অফিসে বসে বিরল এই ভাষণটি দেন প্রেসিডেন্ট ওবামা।
গত বুধবার বন্দুকধারী এক বিবাহিত দম্পতি হামলাটি চালিয়ে চৌদ্দ জনকে হত্যা করে। সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক নামের ওই দম্পতি পরে পুলিশের হাতে নিহত হয়। পরে জানা যায়, তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেয়া পোস্টে তথাকথিত ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিল। মি. ওবামা অবশ্য তার ভাষণে বলেন, হামলাটি সংগঠিত করবার পেছনে কোনও বিদেশী শক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।
(3)