চসিকের প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধ
সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর
খুলনা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে এলজিইডি খুলনার সরবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেক খানসহ এলজিইডির বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা।
মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তরা বলেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার ড. মো. গোলাম ইয়াজদানিকে তার অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রকৌশলীদের যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের স্বার্থে সন্ত্রাসী হামলা ও এ ধরনের মারধরের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে লক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।
তারা আরও বলেন, সরকারি দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চিত করা আইনত দন্ডনীয় অপরাধ। প্রকৌশলীর সাথে এধরণের ঘটনা সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা, কর্মংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্থানীয় উন্নয়ন কার্যক্রমের সাথে সাথে দেশের সার্বিক উনয়ন কার্যক্রমে বিঘ্নতা ঘটবে বলে এলজিইডির সকল কর্মকর্তা কর্মচারীগণ মনে করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক, প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানী (আইইবি/এফ-৬২৬৩) রোববার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চার তলায় প্রকল্প পরিচালকের কক্ষে কর্মরত অবস্থায় অনুমতি ছাড়া প্রায় ২০-২৫ জন ঠিকাদার তার কক্ষে ঢুকে পড়েন। কথা বলার এক পর্যায়ে অতর্কিতভাবে তার উপর ঠিকাদারেরা হামলা করেন এবং উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন।
(30)