ক্যাটরিনার চোখে জল? চার্চে গিয়ে মা মেরির সামনে দাঁড়িয়ে নাকি কেঁদে ফেললেন নায়িকা! ঠিক কী ঘটেছিল?
কিন্তু কী এমন হল যে প্রকাশ্যে কেঁদে ফেললেন নায়িকা? বলিউডে এই ঘটনা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সম্প্রতি পরিচালক ইমতিয়াজ আলির ‘তামাশা’-র শুটিংয়ে রণবীর কপূরের সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতাকে ভাল চোখে দেখছেন না ক্যাটরিনা। আর এ নিয়েই রণবীরের সঙ্গে তাঁর মনোমালিন্য লেগেই রয়েছে। সেই হতাশা থেকেই হয়তো চার্চে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি নায়িকা। মা মেরির সামনে কেঁদে মনের ভার হালকা করেছেন তিনি।
(1)