দেশের অষ্টম বিভাগ হতে যাচ্ছে ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহের চার জেলা নিয়ে গঠিত হবে নতুন এই বিভাগ।
প্রশাসনিক পুণ:বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি- নিকার এর সভায় আজ তা চূড়ান্ত করা হয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা ও ফরিদপুরকেও বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ব্রিটিশ ভারতে মহকুমা থেকে শুরু। আর পাকিস্তান সময়ে বৃহত্তর ময়মসিংহ বলতে বুঝানো হতো জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলকে। তবে, নতুন গঠিত এই বিভাগে থাকছে না কিশোরগঞ্জ আর টাঙ্গাইল।
শুধু ময়মনসিংহ নয়, ঢাকা বিভাগকে আবারো ভাগ করা হবে শিগগিরই। পদ্মার ওপারে ফরিদপুরকেও আলাদা করা হচ্ছে এই বিভাগ থেকে। বৃহত্তর ফরিদপুরের অংশভুক্ত জেলাগুলোকে নিয়ে হবে নতুন এই বিভাগ।
চট্টগ্রাম বিভাগকেও দ্বিতীয়বারের মতো ভেঙ্গে নতুন করে হবে কুমিল্লা বিভাগ। ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, আর চাঁদপুর থাকবে এই নতুন বিভাগে।
তবে, কবে নাগাদ ফরিদপুর আর কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু হবে, তা এখনও চূড়ান্ত নয়।
(18)