চালনা পৌর এলাকায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে ৯ ব্যাক্তির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চালনা বাজার আচাভুয়া এলাকায় বেল্লালের রাইস মিলের চাতাল সংলগ্ন সরকারী খালটি মাটি দিয়ে ভরাট করার অপরাধে গন উপদ্রব্য আইন দন্ডবিধি ২৯১ ধারা মতে রাইস মিল মালিক মৃত: মোহাম্মাদ আলী মোল্ল্যার পুত্র বেল্লাল মোল্ল্যার কাছ থেকে ৩ হাজার টাকা। একই এলাকার স’মিল মালিক নুরমোহম্মদ এর কাছ থেকে ৩ হাজার টাকা। ও স’মিল মালিক জাহিদুল ইসলাম এর নিকট থেকে ৩ হাজার টাকা। আচাভুয়া সহিদুল ইসলামকে মটরসাইকেল অধ্যাদেশ আইনে ৫ শত টাকা, পোদ্দার গঞ্জ অমিত রায়কে ১ শত টাকা, খাটাইলের তপন সরদারকে ১ শত টাকা, চিরঞ্জিৎ সানাকে ১ শত টাকা, বাজুয়ার শচীন্দ্রনাথ রায়কে ১ শত টাকা, অসিম গাইনকে ১ শত টাকা ভ্রম্যমান আদালতের মাধ্যমে আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুর ৩ টায় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৃনাল কান্তি দে’ থানা পুলিশের ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে খাল দখলের সত্যতা সহ উপরোক্ত ব্যাক্তিদের বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ জনের কাছ থেকে পৃথক পৃথক ভাবে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ও রাইস মিল মালিক বেল্লাল মোল্ল্যাকে তিন দিনের মধ্যে উক্ত খাল দখল মুক্ত করার জন্য মুচলেকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন দাকোপ থানা পুলিশের এস আই দুলাল, উপজেলা নির্বাহী অফিসের সিএ শংকর গোলদার সহ ভুমি অফিসের কর্মকর্তা বৃন্দ।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(3)