দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ সোমবার সকাল ১১টায় দাকোপ উপজেলার চালনা পৌরসভা চত্বরে উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে প্রদর্শনীতে ২৫টি পণ্য প্রদর্শনী স্টল উপস্থাপন করা হয়। এ ছাড়া উদ্যোক্তারা তাঁদের গৃহপালিত বিভিন্ন পশু-পাখি প্রদর্শনীতে নিয়ে আসেন।
সূত্রে জানা যায় রূপান্তর করোনা পরবর্তি ২০২১ সালে স্ক্রীম প্রজেক্টের আওতায় দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে ৫১৯ জন ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের বেছে নিয়েœ প্রাণি পালনসহ বিভিন্ন হস্ত শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের ২৫ হাজার করে টাকা দেওয়া হয় যা ছিল অফেরতযোগ্য। তাই দিয়ে অনেকেই আজ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। পন্য প্রদর্শনী সভায় সভাপতিত্ব করেন, ফারুখ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন, দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস। সম্মানিত অতিথি ছিলেন, চালনা পৌর সভার মেয়র সনত কুমার বিশ্বাস। বক্তৃতা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুদেব কুমার রায়, মানষ কুমার রায় ও শেখ সাব্বির আহমেদ।
সভাতে নারী উদ্যোক্তা শর্র্মিলা সরকার ও লক্ষী রানী মন্ডল রূপান্তরের সহায়তায় তাঁদের আর্থিক সফলতার গল্প তুলে ধরেণ। সভাটি সঞ্চালনা করেন অসিম আনন্দ দাসও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ জার্জিস উল্লাহ্###
(2)