দাকোপ( খুলনা) প্রতিনিধি: চালনা পৌর সভা নির্বাচনে বে-সরকারী ভাবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী সনত কুমার বিশ্বাস।
বাংলাদেশ নির্বাচন কমিশন রির্টানিং অফিসার দাকোপ উপজেলা নির্বাচন অফিস সুত্রে গন বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, চালনা পৌরসভা সাধারন নির্বাচন ২০২০ কমিশন সচিবালয়ের ২৯ ডিসেম্বর মঙ্গলবার ১৭.০০.০০০০.০৩৮.৩৮.০২২.২০(অংশ-২)-৬০৮ নং পত্রের র্নিদেশনা মতাবেক উক্ত মেয়র পদে সর্বচ্চ ভোটপ্রাপ্ত সনত কুমার বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে ৬০৭২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪২(২) অনুযায়ী সিনিয়র খুলনা জেলা নির্বাচন অফিসার ও রির্টনিং অফিসার এম মাজাহারুল ইসলাম সকলের অবগতির জন্য গন বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষনা করেন। পৌর সভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকে অচিন্ত্য কুমার মন্ডল ২৫১৫ ভোট পেয়েছেন।
গনবিজ্ঞপ্তিতে জানানো হয় ২৮ডিসেম্বর সোমবার চালনা পৌরসভার সাধারন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল খয়ের খান মৃত্যু বরন করায় নির্বাচন কমিশন সচিবালয়ের মৌখিক নির্দেশে মেয়র পদের ফলাফল ভোট পরবর্তী স্থগিত করা হয়েছিল।
(0)