দাকোপ (খুলনা) প্রতিনিধি: বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবুল খয়ের খান (৬৩) মৃত্যু বরণ করায় চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত রেখে সংরক্ষিত ৩টি ও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরদের ফলাফল ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার।
বেসরকারী ভাবে বিজয়ী প্রার্থীরা হলেন সংরক্ষিত ১নং ওয়ার্ডে আমোদিনী রায় (অটোরিক্্রা প্রতিকে) ১১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কনিকা বৈরাগী (চশমা প্রতিকে) ৯২৭ ভোট পেয়েছেন। ২নং ওয়ার্ডে হাছিনা বেগম (আনারস প্রতিকে) ১৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মঞ্জু রানী ধর (চশমা প্রতিকে) পেয়েছেন ১০৫৭ ভোট। ৩ং ওয়ার্ডে নাছিমা বেগম (আনারস প্রতিকে) ১৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী রাধা রানী জোয়াদ্দার (জবা ফুল প্রতিকে) পেয়েছেন ১৩৬২ ভোট । সাধারণ ১নং ওয়ার্ড শুভংকর রায় (উটপাখি প্রতিকে) ২৮২ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দেবব্রত রায় (টেবিল ল্যাম্প প্রতিকে) ২৭৮ ভোট।
২নং ওয়ার্ডে আব্দুল বারিক শেখ (ডালিম প্রতিকে) ৮৮৪ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম বিলাশ বিশ্বাস (উট পাখি প্রতিকে) ৪১৪ ভোট।
৩নং ওয়ার্ডে মোঃ রোস্তম আলী খান (উট পাখি প্রতিকে) ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী কৃষ্ণপদ বিশ্বাস (ডালিম প্রতিকে) ৩৫৪ ভোট।
৪নং ওয়ার্ডে আইয়ুব কাজী (উট পাখি প্রতিকে) ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী মাসুদ রানা (পানির বোতল প্রতিকে) ২৪৪ ভোট।
৫নং ওয়ার্ডে চয়ন সাহা (উট পাখি প্রতিকে) ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী অসিত কুমার সাহা (টেবিল ল্যাম্প প্রতিকে) ২৭৬ ভোট।
৬নং ওয়ার্ডে সুধীন্দ্র বিশ্বাস মাখন (টেবিল ল্যাম্প প্রতিকে) ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী মিহির বিশ্বাস (উট পাখি প্রতিকে) ২০৯ ভোট।
৭নং ওয়ার্ডে মোঃ আব্দুস সাত্তার সরদার (ডালিম প্রতিকে) ৪৮৮ পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী দেবাশিষ ঢালী (পানির বোতল প্রতিকে) ৪৩১ ভোট।
৮নং ওয়ার্ডে এস এম আব্দুল গফুর (টেবিল ল্যাম্প প্রতিকে) ৬৭৭ পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী মোঃ শহর আলী শেখ মনি (পাঞ্জাবি প্রতিকে) ৬৩৮ ভোট।
৯নং ওয়ার্ডে শেখ মেহেদী হাসান বুলবুল (পানির বোতল প্রতিকে) ৮৬৮ পেয়ে নির্বাচিত তার নিকটতম প্রার্থী কমলেশ গোলদার (উট পাখি প্রতিকে) ১৭৭ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার এম মাজাহারুল ইসলাম জানান ভোট গ্রহন চলাকালিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থীর মৃত্যু হওয়ায় মেয়র পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় মৃত্যু বরণ করেন।
দলিত ভয়েস//হাবিবা
(146)