দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ খুলনার দাকোপে চালনা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দি আ‘লীগের মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচারণ বিধি লংঘনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১টায় বৌমার গাছতলাস্থ প্রধান নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র জগ প্রতিকে মেয়র প্রার্থী অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল। তিনি বলেন আগামী ২৮ ডিসেম্বর চালনা পৌরসভা নির্বাচনকে রেখে উৎসব মুখর পরিবেশে স্বতস্ফুর্ত ভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী সনত কুমার বিশ্বাস, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের পরাজিত প্রার্থী শেখ আবুল হোসেন ও তাদের সহযোগীরা নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে স্বতন্ত্র জগ প্রতিকের প্রার্থীর কর্মী, সমর্থক, ভোটার, এজেন্টদের নানাবিধ ভয়ভিতি ও হুমকি ধামকি দিচ্ছেন।
যেমন জগ প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করতে কোন বাড়িতে ঢোকার সময়, পথসভা, উঠান বৈঠক, প্রচার মাইক লক্ষ করে এবং রাত ১২টার পরে তার ভোটার ও সমর্থকদের বাড়িতে যেয়ে ঘুম থেকে উঠিয়ে,অকথ্য ভাষায় গালিগালাজ, জগ প্রতিকে ভোট দিলে নৌকায় ভোট চলে আসবে, জগ বিজয়ী হলেও নৌকা প্রতিককে বিজয়ী ষোষনা মর্মে অপ্রচার, বহিরাগত লোকজন নিয়ে বাঁধাসহ গ্রেফতারের হুমকি দিচ্ছেন। তিনি সুষ্ট শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী ও তার কর্মী সমর্থকদের এহেন আচারণ বিধি লংঘনের কার্যকলাপ নিরসনে নির্বাচন কমিশন ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এসময়ে উপস্থিত ছিলেন ছাব্বির আহম্মেদ শেখ, অ্যাডঃ দেবপ্রসাদ রায়, পরিমল মন্ডল, ডাঃ নিতাই মন্ডল, দিপু মন্ডল, জাহাঙ্গীর শেখসহ আরো অনেকে।
এব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী সনত কুমার বিশ্বাসের কাছে জানতে চাইলে বলেন এসব অভিযোগ মিথ্যা বানোয়াট। এর কোন ভিত্তি নেই।
এবিষয়ে উপজেলা আ‘লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন বলেন দাকোপ উপজেলা আ‘লীগের ঘাঁটি। আগামী ২৮ ডিসেম্বর নৌকার নিশ্চিত বিজয় ভেবে প্রতিপক্ষ জগ প্রতিকের প্রার্থী অসত্য অবাস্তব কাল্পনিক কাহিনী এনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
(60)