গত ৪দিন যাবৎ চালনা পৌরসভার ৩ মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ করে চলেছে। মেয়র ৩ প্রার্থীই গণসংযোগ কালে ভোটারদের মাঝে প্রতিশ্র“তির পাহাড় জড়ো করছে।
এখন পর্যন্ত প্রতিক নিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে যেতে না পারলেও গণসংযোগ থেমে নেই। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের বাড়ীতে-বাড়ীতে, দোকানে-দোকানে, হাট-বাজারে দোয় ও আশীর্বাদ কামনা করে চলেছে। প্রার্থীদের মধ্যে বিশেষ করে ৩ মেয়র প্রার্থী আওয়ামীলীগের সনত কুমার বিশ্বাস, বি.এন.পির থেকে আব্দুল মান্নান ও বর্তমান মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল নির্বাচিত হলে কি কি করবেন এমন প্রতিশ্র“তি দিয়েই চলেছেন প্রতিনিয়ত। ফলে প্রতিশ্র“তির রীতিমত পাহাড় জমা হচ্ছে ভোটারদের নিকট।
প্রার্থী সনত কুমার বিশ্বাস বলছে আমার দল ক্ষমতায়, আমি নির্বাচিত হলে অধিক বরাদ্দ এনে চালনার সকল বাড়ীতে বিদ্যুৎ, শহর রক্ষা বাঁধ, পানীয় জলের ব্যবস্থা, রাস্তা-ঘাটের উন্নয়ন করবো। ড. অচিন্ত্য কুমার মন্ডল বলছে আমি মাত্র ৫ বছরে অনেক কোটি টাকা বরাদ্দ এনে রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি, বর্তমানে বেশ কয়েক কোটি টাকার টেন্ডার হয়ে আছে। আমি পুনরায় নির্বাচিত হলে চালনার আরও বেশী উন্নয়ন করতে পারবো। আর বি.এন.পির শেখ আব্দুল মান্নান বলছে এ যাবৎ তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে সর্ব প্রথম পানীয় জলের ব্যবস্থা করবো, শহর রক্ষা বাঁধ, রাস্তা-ঘাট পাঁকা করণে অগ্রাধিকার দেব। এ সকল একই ধরনের প্রতিশ্র“তি প্রতিনিয়ত ভোটররা শুনে কান ঝাপাপালা হয়ে যাচ্ছে।
সনত কুমার বিশ্বাসের পক্ষে দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন দলীয় নেতা কর্মী ও সমর্থকরা দলে দলে ভাগ হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ও অফিসে অফিসে ব্যাপক প্রচার করছে। বি.এন.পির প্রার্থীর পক্ষে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার সভাপতি আবুল খয়ের খান ও আমির এজাজ খান ইতিমধ্যে হাট-বাজারে, দোকানে-দোকানে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছে। সতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মন্ডল ভোর থেকে গভীর রাত পর্যন্ত তার সমার্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করছে।
এদিকে এবারের পৌর নির্বাচন কেমন হতে পারে ? এমন প্রশ্ন রয়েছে এক শ্রেণীর ভোটারদের মাঝে। এমনি ধরনের অজানা আতংক কাজ করছে বলে অনেকেই তাদের অভিমত ব্যক্ত করেছে। তারপরও সব কিছু ছাপিয়ে দক্ষিণ অঞ্চলের সুন্দরবনের কোল ঘেসে অবস্থিত চালনা পৌরসভার নির্বাচন বর্তমানে উৎসব আমেজে রূপ নিয়েছে।
-শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা
(2)