চুকনগর প্রতিনিধি : চুকনগরে অজ্ঞাত পার্টির কবলে পড়েছে দুই মহিলা। খোয়া গেছে নগত টাকার ও স্বর্ণালংকার। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪জানুয়ারী সকাল সাড়ে ১০টার সময় ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের সরোয়ার শেখের স্ত্রী তাছলিমা বেগম (৬০) ও তার পুত্রবধু নাদিরা পারভীন মুন্নি (১৯) কে নিয়ে তার মেয়ের বাড়ি থেকে চুকনগরের পথ দিয়ে বাড়ি ফেরার পথে শহরের লিবার্টি শো রুমের সামনে থেকে শাহাপুর যাওয়া জন্য একটি ইজিবাইকে উঠেন। এসময় ইজিবাইক চালকের হাতের ইশারায় একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ইজিবাইকে তুলে নেয়।
অতঃপর বেলা ১১টার দিকে তারা কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রামের আব্দুল ওহাবের ভাটার কাছে পৌছুলে যাত্রী বেশী সেই ব্যক্তি তার পকেট থেকে একটি গোল স্বর্ণের ন্যায় কয়েন বের করে তাদের চোখের সামনে আনলে তিনি সহ তার বৌমা জ্ঞানহীন হয়ে পড়ে। এসময় তাদের কাছে থাকা নগত ১০হাজার ৫শত টাকা, তার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ও বৌমার গলায় থাকা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নেয়। পরবর্তীতে জ্ঞান ফেরার পর বিষয়টি তারা বুঝতে পারেন। এঘটনায় তাসলিমা বেগম নামে এক মহিলা বাদী হয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
(20)