চুকনগর প্রতিনিধিঃ পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় চুকনগরে আটলিয়া ইউনিয়ন ও ডিগ্রী কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুকনগরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সরদার তরিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম।
কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, রতন ঘোষ, আরশাফ হোসেন গাজী, আলহাজ্ব আক্তারুজ্জামান লিটন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম মফিজুল ইসলাম, বিপ্লব ঘোষ, এম এম ইয়াসিন, মোঃ ইমরান হুসাইন, শাহারিয়ার হোসেন রিয়াদ, মুস্তাফিজুর রহমান সোহাগ, শাকিব শাহারিয়ার, শেখ মামুন, সবুজ খান, রাম পাল, সুজিত পাল, কাজল, রিপন, শাকিব, জুবায়ের আহম্মেদ সবুজ, রাকিব, মনিরুল, মাজেদ, হৃদয়, নাইম, জাকারিয়া প্রমুখ।
(4)