চুকনগর প্রতিনিধিঃ চুকনগরে দলিত শিক্ষার্থীদের সাংবাদিকতার উপর জ্ঞানচর্চা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চুকনগর সাধু গুইডো মারিয়া কমফোর্টি প্রশিক্ষণ কেন্দ্রে স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিভা”র আয়োজনে এবং দলিত ও ইউএনডিপি’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিভা সংস্থার নির্বাহী পরিচালক গোলাপী দাস।
উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের চুকনগর প্রতিনিধি গৌতম রাহা, দৈনিক সময়ের খবরের শেখ আব্দুস সালাম, দৈনিক প্রবাহের গাজী আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম, প্রতিভা সংস্থার উপদেষ্টা গোবিন্দ দাস, সংস্থার এও গোবিন্দ দাস, বর্ষা দাস, রাজু দাস, প্রজ্ঞা দাস, সাগর দাস প্রমুখ। কর্মশালায় ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
(16)