চুকনগর প্রতিনিধিঃ চুকনগরে সম্মিলিত পরিষদের উদ্যোগে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের ২য় রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার সময় চুকনগর রয়েল স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করেন ভরত ভায়না ফুটবল একাদশ ও দিঘলিয়া ফুটবল একাদশ। খেলায় ভরত ভায়না ফুটবল একাদশ ৩-০ গোলে জয়লাভ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। খেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ শেখ ইসহাক আলী, নজরুল ইসলাম বিশ্বাস, গোবিন্দ রায়, গাজী আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন চুকনগর সম্মিলিত পরিষদের সভাপতি রবিউল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক প্রশান্ত রায়, খেলা পরিচালনা কমিটির সভাপতি মাহামুদুল কালাম মিতু, সাধারণ সম্পাদক সম মুস্তাফিজুর রহমান টিটু, ইউপি সদস্য আলাউদ্দিন মালী, সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, সরদার মাসুদ রানা, ফাইমুল ইসলাম জনি, আবু সাইদ, কেএম মফিজুর ইসলাম মফিজ, শফিকুল ইসলাম, সম মাহাবুব রহমান, আলমগীর হোসেন খা, ইমরান হুসাইন, মেহেদী হাসান বাবলু, আকুঞ্জি আফজাল হোসেন, শেখর শীল। খেলা পরিচালনা করেন সম নাজমুল বারী।
ধারা বিবরণী দেন জাকির হোসেন মিল্টন, মহির উদ্দিন মাহি ও মাষ্টার রফিকুল ইসলাম। আগামী ২০ নভেম্বর খর্নিয়া ফুটবল একাদশ ও কেশবপুর ফুটবল একাদশ ২য় রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হবে। খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন ২জন নাইজেরিয়ান খেলোয়াড়।
(7)