চুকনগর প্রতিনিধি : খুলনার চুকনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ৮’.১৫টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মাছের আড়তের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাত ৮টার পরপরই সাতক্ষীরা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শামীম পরিবহণের দ্রুত গতি সম্পন্ন একটি বাস চুকনগর (মালতিয়া) মাছের আড়তের সামনে ওভারটেক করার সময় একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ তিনজনই মারাত্বক আহত হন।
এ সময় তাদের পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের ৩জনই সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এরা হলেন, ইজিবাইক চালক ইউনুস আলী (৪৫) ও হাবিবুর রহমান (৩৫)। অপরজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়ায় পথে তিনিও মৃত্যুবরন করেন তবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি গতিপথ পরিবর্তন করে খুলনার দিকে গিয়ে কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌছুলে বাসটি ফেলে রেখে চালকসহ সকল ষ্ঠাফ পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ উদ্ধার করে চুকনগর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
(2)