চুকনগর প্রতিনিধিঃ মোঃ আব্দুল আহাদ গোলদারকে সভাপতি ও মোঃ হাফিজুর রহমান মোড়লকে সাধারণ সম্পাদক করে চুকনগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-১৪৪৯)এর ৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ বিকেলে চুকনগর বাজারস্থ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মোঃ আব্দুল আহাদ গোলদারের সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুস সামাদ গাজী ও আব্দুর রউফ মোড়ল, সহ সাধারণ সম্পাদক জামাল মোড়ল, কোষাধ্যক্ষ আব্দুল বিল্লাল আকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল সরদার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান শেখ।
(16)