চুকনগর প্রতিনিধি: চুকনগর শহর উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১০টায় চুকনগর প্রেসক্লাব চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহøাদ ব্রহ্ম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শংকর ঘোষ, ব্যবসায়ী নেতা আজহারুল ইসলাম, ইসলাম উদ্দিন, শাহিদুল ইসলাম, আব্দুল হালিম শাহীন, সাজ্জাত আলী, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, ফিরোজ আহম্মেদ প্রমুখ।
সভায় বক্তারা চুকনগরকে পৌরসভা ঘোষণা এবং জেলা পুলিশের স্থায়ী ফাঁড়ি স্থাপনের ব্যাপারে একমত পোষণ করে অবিলম্বে বাস্তবায়নের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
(6)