

পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে নাসিম বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয়। ওই নির্বাচনই হবে আওয়ামী লীগ- বিএনপির ফাইনাল খেলা। ওই খেলায় বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার হোয়াইট ওয়াস হবে।
সামনের দিনগুলো আওয়ামী লীগের জন্য কঠিন সময় উল্লেখ করে নাসিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জো. ছেলুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
(4)