বিধাতার দেওয়া তোমার ঐ চোখ
যেন আমাকে ইশারায় ডাকে
নেশা জড়ানো অসম্ভব চাহনি
যেন এক প্রেমের স্বর্গরাজ্য।
তোমার ঐ দুটি চোখে আছে
মায়ায় জড়ানো নেশা
যখনি তাকায় ঢেলে দাও
আমার শিরায় শিরায়
তীব্র ভালোবাসার নেশা।
তোমার চাহনিতে নেশার ঘোরে
হারিয়ে ফেলেছি ভাষা
তোমার চাহনিতে দেখি মায়ায় ভরা বেদনা
কখনও দেখি সুখের আল্পনা।
তোমার স্বপ্নভরা দুচোখ যেন
আমায় হাতছানি দিয়ে ডাকে
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি
আমার ভালোবাসার স্বর্গ।
তোমার চোখের দিকে তাকালে
সব কল্পনা যেন বাস্তব লাগে
সুখ সুখ একটা আবরণে
আমাকে বোবা করে দেয় কিছুক্ষণ
তোমার চাহনিতে হয়ে যায়
দিশেহারা এই মনটা
কত যে শব্দবিহীন আলিঙ্গনে
গড়ে যায় ভালোবাসার অট্রালিকা।
তোমার চোখের দিকে তাকিয়ে
কেটে যায় ঘন্টার পর ঘন্টা
সব প্রেম আছে যে
ঐ চোখেরই ভিতরে ঢাকা।
(6)