আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় নেয়ার ঘোষণার পর তিনি বলেছেন “আমার জন্য জাতীয় দলে খেলা শেষ। আমার যা করার ছিল তা আমি করেছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা কষ্টের”।
কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে চিলির বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা।
২৯ বছর বয়সী বার্সেলোনার এই খেলোয়ার কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে গোল মিস করার পর এই ঘোষণা দেন।
আর্জেন্টিনার নেটওয়ার্ক টিওয়াইসি কে তিনি বলেন “ চারটি ফাইনাল খেলেছি, আমি চেষ্টা করেছি কিন্তু এটা আমার জন্য ছিল না। এটাই (চ্যাম্পিয়ন হওয়া) একমাত্র বিষয় যেটা আমি সবচেয়ে বেশি চেয়েছি। কিন্তু আমি পাইনি, তাই আমি মনে করছি এটা শেষ হয়ে গেছে”।
২০০৫ সালে তার অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে তিনি ১১২ বার খেলেছেন।
চিলির বিপক্ষে আজ গোল মিস করার পর মেসিকে প্রচন্ডভাবে হতাশ দেখা গেছে।
গোল মিস করার পর তিনি মাঠে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকেন।
মেসি ফিফার পাঁচবারের বর্ষসেরা খেলোয়ার, চ্যাম্পিয়নস লীগ এবং স্প্যানিশ লা লিগায় তার উল্লেখযোগ্য সফলতা রয়েছে।
কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে তিনি বড় একটা সফলতা নিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা ছিল দেশটির ফুটবলপ্রেমীদের।-বিবিসি
(0)