ক্রিকেট বিশ্বকাপটা নিউজিল্যান্ডের কখনো জেতা হয়নি। গত মার্চে ফাইনাল খেললেও ম্যাককালাম, গাপটিলদের স্বপ্ন গুঁড়িয়ে ট্রফি জয়ের উৎসবে মেতেছিল অস্ট্রেলিয়া।
ঠিক সাত মাস পর আরেকটি বিশ্ব আসরের ফাইনালে দুই প্রতিবেশী দেশ। এবার রাগবি বিশ্বকাপ। আর এখানে ঠিকই চ্যাম্পিয়নদের মুকুট পরেছে নিউজিল্যান্ড।
এবার নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তিনবার রাগবি বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড। তিনবার আর কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারেনি। দুবার অস্ট্রেলিয়া।
রাগবি বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। আর প্রথম লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। শিরোপা জয়ের পর ‘অল ব্ল্যাক’দের উৎসবও ছিল তাই বাঁধনহারা।
(6)