খানজাহান আলী থানা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী কারিগরি ও কর্মমুখি শিক্ষায় দক্ষ ও প্রশিক্ষিত করতে দেশের প্রত্যান্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া অসহায় দারিদ্র অদক্ষ বেকার তরুণ-তরুণীদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে রুপান্তর করতে বিশেষ ভূমিকা রাখছে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
প্রতিষ্ঠানটি বেকারোত্ত দূর করে কর্মমুখি ও স্বাবলম্বি করে দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশ-বিদেশে জনশক্তি রপ্তানির লক্ষে সম্পুন্ন ফ্রি এবং উপবৃত্তি ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেশন, ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজম্যান্ট, টেলারিং এন্ড ড্রেসমেকিং, সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্রা ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম(হাউজকিপিং) মটর ড্রাইভিং, অটোমেকানিক্রাসহ আধুনিক ও যুগোপযোগী ২মাস, ৩ মাস, ৪ মাসসহ বিভিন্ন মেয়াদী ভোকেশনাল কোর্সের মাধ্যমে দক্ষ করে তুলছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বহির বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে আত্মনিয়োগ করেছে বহু প্রশিক্ষণার্থী।
কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্মমিলে এই নীতি ধারণ করে খুলনা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আড়ংঘাটা থানাধিন কুয়েট সিটি বাইপাস সড়কের তেলিগাতীতে ২০০৭ সালে প্রায় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত হয় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
তথ্যনুসন্ধানে জানাগেছে, শুরুতে এসএসসি ভকেশনাল(বালিকা) এবং কম্পিউটার কোর্স চালু করা হয়। পরবর্তিতে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুতারোপ করায় দেশের অদক্ষ বেকার তরুণ-তরুনীদের দক্ষ ও প্রশিক্ষিত করে জনশক্তিতে রুপান্তরে সরকারি খরচে উপবৃত্তির মাধ্যমে বিএমইটি কর্তৃক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্স চালু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ‘‘দেশ বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং উইথ অটোমেকানিক্রা প্রশিক্ষণ কোস, সেইফ প্রকল্পের আওতায় সেলাই মেশিন অপারেশন, আইটি সার্পোট, গ্রাফিক্রা ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, হাউজকিপিং, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্স, এছাড়াও কম্পিউটার অপারেশন, ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, টেইলারিং এন্ড ড্রেসমেকিং কোর্স চালু রয়েছে।’’ প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলামের দক্ষ নেতৃত্বে আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম এবং সুদক্ষ প্রশিক্ষক দ্বারা এ সকল কোর্স সমুহ পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম(হাউজকিপিং) এবং মটর ড্রাইভিং কোর্সে ছেলে এবং মেয়ে উভয়ই ভর্তির সুযোগ রযেছে আর অন্য সকল কোর্সে শুধুমাত্র মেয়েদের প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানে অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম বলেন, প্রত্যান্ত গ্রামাঞ্চলে গিয়ে উঠান বৈঠক, সভা-সেমিনারের মাধ্যমে অসহায় বেকার অদক্ষ তরুণ-তরুনীদের খুজে বের করে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। গ্রামাঞ্চলের এ সকল পিছিয়ে পড়া জনগোষ্টিকে দক্ষ ও প্রশিক্ষিত করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। তিনি বলেন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিশ্বের বহু দেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে শতশত প্রশিক্ষণার্থী। এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে এবং পরিবারকে স্ববলম্বি করেছে একই সাথে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে এ সকল প্রশিক্ষণার্থী। তিনি বলেন প্রতিষ্ঠনটির জলাবন্ধতা, সুপেয় পানি সংকট, প্রতিষ্ঠানের রাস্তার সমস্যা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কাজের প্রধান অন্তরায হয়ে দাড়িয়েছে।
(2)