কান্নার শব্দ প্রথমে নজরে আসে খেলতে থাকা শিশুদের। ততক্ষণে কুকুরের কামড়ে ঠোট আর হাতের দুই আঙ্গুল ক্ষতবিক্ষত। শিশুটির এখন চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন উন্নতির দিকে। রাজধানীর উত্তর কাফরুলের পুরাতন বিমানবন্দর এলাকার ঝোপঝাড়। জন্মের পর প্রথম দিনটি কেটেছেলো ঢাকার পুরান বিমানবন্দরে জঙ্গলে। ঘটনার শুরু মঙ্গলবার দুপুরে। হঠাৎ কান্নার আওয়াজ। মাঠে থাকা কয়েকটি শিশু ছুটে যায় পাশের ঝোপে দেখতে পায় কয়েকটি কুকুর মিলে টানা হিছড়ে ততক্ষণে ছিড়ে ফেলেছে মেয়ে শিশুটির ঠোট, হাতের দুটো আঙ্গুল।
ঠিক সেই অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। নির্মম ওই ঘটনার বর্ণনা করেন উদ্ধারকারী। পরে নাম পরিচয়হীন শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল হাসপাতালে। রাখা হয় নিবির পর্যবেক্ষনে।
চিকিৎসক জানিয়েছেন, শিশুটির সারা শরিরে ক্ষত চিহ্ন রয়েছে। এরই মধ্যে বেশ কয়েক ধরনের প্রতিশেধক টিকা দেয়া হয়েছে শিশুটিকে। আশঙ্কা মুক্ত না হওয়ায় মেডিকেল বোর্ড গঠন করে চলছে সবোর্চ্চ চিকিৎসা।
(3)