ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের আব্দুস সাত্তার জমি কিনে শান্তিতে নেই। দখলবাজ চক্র প্রতিনিয়ত ওই জমি দখল নিতে হানা দিচ্ছে। তাদের হয়রানি থেকে রেহাই পেতে বার বার আদালত ও পুলিশের স্মরনাপন্ন হয়েও তিনি রেহাই পাচ্ছেন না। সর্বশেষ মঙ্গলবার দখলবাজ চক্র আবারও তার জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালায়। তারা আব্দুস সাত্তারকে জমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়েছে। উপায়ান্তর না পেয়ে এই ঘটনায় বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।
এামলার এজাহার সূত্রে জানা যায়, আরাজি ডুমুরিয়া গ্রামের মৃত কোরবান আলী শেখের ছেলে রং মিস্ত্রী ১৯৯৮ সালে আরাজি ডুমুরিয়া মৌজার ৩২৭ নম্বর ডিপি খতিয়ানের দাগ নম্বর এস এ ৮৩০ এর মোট ১ একর ২৭ শতক জমির মধ্য থেকে ২০ শতক জমি দুই পুত্র হযরত আলী ও তরিকুল ইসলামের নামে জনৈক নওশের আলী খানের স্ত্রী ছবুরন্নেছা ওরফে সামেলার কাছ থেকে কবলা দলিল মূলে ্ক্রয় করে। ক্রয়কৃত জমিতে ফলজ ও বনজ গাছ রোপন কওে তা ভোগ দখল কওে আসছে। নিয়ম অনুযায়ী ওই জমি রেকর্ড করে সরকারী কর খাজনা পরিশোধ কওে আসছেন। কিন্তু এলাকার একটি চিহ্নিত গোষ্ঠী তার জমি দখল নেয়ার চেষ্টা ও জমি থেকে উচ্ছেদেও চেষ্টা কওে আসছে। তাদেও হয়রানি ও দখলবাজি থেকে রেহাই পেতে ২০০১ সালে দেওয়ানী ৬৬/২০০১ নম্বও মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক জমিতে স্থিতিবস্তা জারি কওে দখল বিষয়ে কমিশন তদন্তের নির্দেশনা দেন।
তারপরও তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। সর্বশেষ গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে মো: হামিদ শেখ (৫০) আজিজুর রহমান শেখ (৪৮) ও মাসুদ শেখ (৩০) তাদের সাঙ্গ-পাঙ্গ নিয়ে হামলে পড়ে। তারা আব্দুস সাত্তার ও তার দুই ছেলে হযরত আলী ও তরিকুল ইসলামকে হত্যার হুমকি দেয়। এ সময়ে তাদের সাথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর শেখ (২৫) রব হালদার (২০), বায়েজিদ গাজী (২০), জাকির মোল্লা (৩০) ও ইব্রাহিম মোল্লা (২০) জমিতে দখল নেয়ার চেষ্টা চালায়। এই ঘটনায় ডুমুরিয়া থানায় আব্দুস সাত্তার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)