চুক্তির যেসব বিষয় নিয়ে মতবিরোধ আছে সেসব বিষয়ে এখন আলোচনা করবেন মন্ত্রীরা। ধারণা করা হচ্ছে, চূড়ান্ত খসড়াকে চুক্তিতে রূপান্তর করতে এক সপ্তাহ ধরে দরকষাকষি করবেন তারা। সবাই একমত হলে এই চূড়ান্ত খসড়াই প্যারিস চুক্তি আকারে স্বাক্ষর হবে। ওই চূড়ান্ত খসড়ায় বিভিন্ন সঙ্কটের বিষয়ে বেশ কিছু বিকল্প সমাধানের পরামর্শ দেয়া হয়েছে।
কার্বন নির্গমনের মাত্রা কমানো, জলবায়ু পরিবর্তন ধীর করতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া। এছাড়া উন্নয়নশীল সব দেশকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়গুলো এসেছে চূড়ান্ত খসড়ায়।
(0)