বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে খুলনায় আয়োজিত চিত্র প্রদর্শনী ‘Bangabandhu: Statesman of the Era’ সত্যি একটি মহৎ কাজ।
শনিবার খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য ব্যক্ত করে আব্দুস সালাম মুর্শেদী আরো বলেন,
দেশের বরেণ্য ১২জন শিল্পীর অসাধারণ ২৭ শিল্পকর্মে জাতির পিতার জীবনের বিশেষ বিশেষ মুহুর্তগুলো প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই প্রদর্শনী সর্বস্তরের মানুষের মনে দাগ কাটবে এবং বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জাতির পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে উদ্ভুদ্ধ হবে।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে যোগ দিতে সালাম মুর্শেদী ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে সকালে খুলনায় পৌঁছান। বিকেল সাড়ে তিনটায় তিনি জাদুঘর মিলনায়তনে প্রদর্শনীস্থলে আসেন।
এ সময়ে আয়োজকদের পক্ষ থেকে খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার রাজেশ কুমার রাইনা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজের শিক্ষার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা যায় চিত্র প্রদর্শনীতে। তেরখাদা উপজেলার আজগড়া গ্রাম থেকে চিত্র প্রদর্শনীতে আসা সাথী বসু জানান, আমাদের অনেক কিছু জানার সুযোগ হলো। তার দাবি শুধুমাত্র শহরে নয়, গ্রামাঞ্চলেও যেন জাতির পিতার ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
শুধু সাথী বসুই নয়, তার মতো অনেকেই বিভাগীয় জাদুঘরের চিত্র প্রদর্শনীতে মুগ্ধ। তাদের সবার একটাই কথা, অসাধারণ আয়োজন।
প্রদর্শনীতে দেশের বরেণ্য ১২জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা ২৭টি ছবি এই প্রদর্শীতে স্থান পেয়েছে। এসব শিল্পীরা হলেন, আবদুল মান্নান, মোঃ মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জিব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন পুলোক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী এবং মানিক বোনিক। তেল, এক্রাইলিক, নরম পেস্টেল, ডেনিম এবং মিশ্র মাধ্যমের মতো বিভিন্ন মাধ্যম এবং কৌশল নিয়ে কাজ করেছেন বরেণ্য এসব শিল্পীরা।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে খুলনাস্থ সহকারী ভারতীয় হাইকমিশন, ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টার, শিল্পকলা একাডেমি, দৈনিক সময়ের আলো, অনলাইন নিউজ পোর্টাল পুবের আকাশ ও এইম বাংলা যৌথভাবে মুজিববর্ষ উপলক্ষে খুলনা বিভাগীয় জাদুঘরে তিনদিন ব্যাপী এই চিত্র প্রদর্শীর আয়োজন করে।
(10)