খুলনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১৩নভেম্বর সকাল ৮ টায় নগরীর সিএসএস আভা সেন্টারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-পরিচালক (জেনারেল) মোঃ আশরাফুজ্জামান (ফোকাল পয়েন্ট) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন বিষয়সমূহ প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করেন।
প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী প্রশিক্ষণে অংশ গ্রহনকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গোড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। ক্ষুদা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার। দেশব্যাপী আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি । সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সহযোগিতা করতে হবে এবং
আমাদের নিজেদের স্বার্থেই তাঁর চিন্তা ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
খুলনা রেঞ্জের ব্যাটালিয়ন সমূহের পরিচালকবৃন্দ, জেলা কমান্ড্যান্টবৃন্দ, সহকারী পরিচালক ও সহকারী জেলা কমান্ড্যান্ট এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ ৫০ জন এ কর্মশালায় অংশ গ্রহন করেন । কর্মশালা সঞ্চালনা করেন নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।
(7)