১ জানুয়ারি’১৬ থেকে ডিজিটাল নম্বরপ্লেট (রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট) এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি
মন্ত্রী বলেন, ‘বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) যে সব যানবাহনের রেজিস্ট্রেশন দেয় সে সব যানবাহনকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আমরা আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছি।’
২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, ডিজিটাল নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল বলে ওই অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
কোনো মোটরযানের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি ওই বাহন সম্পর্কে তথ্য জানতে এই নিরাপত্তা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ ব্যবহার করা হয়। আর রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বাধ্যতামূলক করার মাধ্যমে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব।
বিআরটিএ থেকে জানা গেছে, বর্তমানে দেশে ২৩ লাখ ৭ হাজার ৯৫৭টি নিবন্ধিত যানবাহন রয়েছে। উদ্বোধনের পর এ পর্যন্ত ৭ ডিজিটাল নম্বর প্লেট সরবরাহ করা হয়েছে।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
(5)