দেশটির দুর্যোগ প্রতিরোধ বিভাগ জানায়, বন্যাক্রান্ত সব এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি। ইবারাকি ও টোচিগি এলাকায় গত ২৪ ঘন্টায় ৫শ’ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশের কিনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। টাইফুন ‘এটাও’ আঘাত হানার পর থেকেই এই ভারী বৃষ্টিপাত শুরু হয়। বর্তমানে টাইফুনটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আরো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছেন, দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আবহাওয়া বিভাগ জানায়, নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে চলে যাচ্ছে। এতে ওই এলাকাতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশংকা করা হচ্ছে।
(0)