সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৬ বাংলাদেশি নাগরিকের সঙ্গে জামায়াতের দূরতম কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তাসনীম আলম বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামের বরাত দিয়ে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৬ বাংলাদেশির মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার আগে জামায়াতের সঙ্গে জড়িত ছিলেন এমন কয়েকজন আছেন’ মর্মে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ মন্তব্যের কোন ভিত্তি নেই।
তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৬ জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে কেউই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলনা। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই এ ধরনের বানোয়াট মন্তব্য করা হয়েছে। এ ধরনের ভিত্তিহীন মিথ্যা মন্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার জনাব মনিরুল ইসলাম ও সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
(0)