টস জিতে ব্যাট করতে নেমে মাসাকাদজা-সিবান্দার ৪৫ রানের উদ্বোধনী জুটিতে দারুন শুরু পায় জিম্বাবুয়ে। বল হাতে অভিষেকটা ভালো হয়নি রনি তালুকদার ও মোহাম্মদ শহীদের। তবে ব্রেক থ্রু এনে দেন সাকিব।
এই অলরাউন্ডারের তিন উইকেট ম্যাচে ফেরায় বাংলাদেশকে। এরপর ম্যালকম ওয়ালারের ৪৯ ও শন উইলিয়ামসের ৩২ রানে টিটোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৮৭ রানের পুজি পায় জিম্বাবুয়ে। জবাবে সাব্বিবের ৫০ ও সৌম্যর ২৫ রানে ঠিক পথেই এগুচ্ছিলো মাশরাফির দল।
তবে ৯২ থেকে ১০৭, এই ১৫ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। যা আর সামলাতে পারেনি স্বাগতিকরা। শুক্রবার চতুর্থ ও শেষ টিটোয়েন্টি।
(0)