২২ গজের পিচে গতির ঝড় তোলার কথা রুবেল হোসেনের। অথচ মিরপুরের প্র্যাকটিস সেন্টারে ফিট হতে লড়ছেন সময়ের সবচেয়ে গতিময় বোলার। এ দলের হয়ে ভারত সফরে পায়ের ইনজুরিতে পড়েছিলেন। এখন নিজেকে তৈরির চেষ্টা চলছে। আশাবাদী নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে তৈরি হয়ে উঠবেন। বিপিএলতো, অবশ্যই খেলবেন।
একাডেমি মাঠের আরেক প্রান্তে দৌড়াচ্ছেন তাসকিন আহমেদ। রুবেলের পরিনতি ঢাকা এক্সপ্রেসের, ভারত সফরে গিয়ে। সাইড স্ট্রেইন থেকে ফিট হয়ে ওঠাটা রুবেলের চেয়েও সময় সাপেক্ষ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আশা নিজেই ছেড়ে দিয়েছেন। স্বপ্নের জাল বুনছেন বিপিএলকে ঘিরে। যে টুর্নামেন্ট চিনিয়েছে তাসকিন আহমেদকে।
তবে দু পেসারের অনুপস্থিতি আর ইনজুরি বিপদ সংকেতের পূর্বাভাস দিচ্ছে, আসন্ন আন্তর্জাতিক ব্যস্ততার আগে।
ইনজুরি নিত্যসঙ্গী তাসকিনের। মিস করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। আর ফিটনেস তাকে দূরে রেখেছে লঙ্গার ভার্সন ম্যাচ থেকে।
(1)