খানজাহান আলী থানা প্রতিনিধিঃ জুয়ার আসর থেকে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর হুমায়ুন কবির(৪৪)সহ চার জুয়াড়িকে খানজাহান আলী থানা পুলিশ আটক করেছে। এ সময় জুয়ার আখড়া থেকে নগদ ১লক্ষ ৩৭হাজার টাকা, ১৩ সেট তাস ও একটি পার্টি উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে খানজাহান আলী থানায় জুয়া আইনে মামলা হয়েছে(মামলা নং-৯ তাং-১৭/১০/২২)।
পুলিশ জানায়, খানজাহান আলী থানা এলাকার অভিযানীক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর রাত সাতে ১১টায় আফিলগেট বাজারস্থ জনৈক জাফর খাঁর বসত বাড়ীতে অভিযান চালায়। অভিযানে বাড়ীর একটি কক্ষ থেকে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলো আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য(মেম্বর) হুমায়ুন কবির, শিরোমণি মাদমডাঙ্গার এসেনসিয়াল ড্রাগ ল্যাটেক্রোর কর্মচারী খন্দকার শরিফূল ইসলাম(২৮), মো. নুর ইসলাম(৩২) ও সাইফূল মোল্যা(২৮)।
পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ১লক্ষ ৩৭ হাজার টাকা, ১৩ সেট তাস ও একটি পার্টি উদ্ধার করে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় জুয়া আইনের ১৮৬৭ এর জ্জ ধারায় মামলা হয়েছে।
(27)