কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আ.লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানালেন কলারোয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র মনিরুজ্জামান বুলবুল। রবিবার বিকালে তিনি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের বাসায় উপস্থিত হয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সদস্য এস এম আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক বেনজির হেলাল, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মধু সূদন পাল, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন, নুরুল ইসলাম সুমন, সোহাগ হোসেন, জিয়ারুল ইসলাম প্রমুখ।
(5)