পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, বিভূতি ভূষণ সানা, জিএম ইকরামুল ইসলাম, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, জহুরুল হক সরদার, যুবনেতা মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরদার, বদিয়ার হোসেন, লক্ষ্মী রানী সরকার, বিনতা রানী সরকার ও মেরী রানী সরদার।
সভায় চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশীদ এর মটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য সকল জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
(21)