খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর উদ্যোগে আরসিসি প্রোজেক্ট অব দি গ্লোবাল ফান্ড আইসিডিডিআরবি এর অর্থায়নে লাইট হাউজ এর ব্যাবস্থাপনায় এমএসএম ও হিজরা জনগোষ্ঠীর মাঝে কার্যকর এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদানের মাধ্যমে ঝুকিঁ হ্রাস করনের লহ্ম্যে খুলনা ডিআইসি এর জেলা পর্যায়ের সাংবাদিক বৃন্দকে নিয়ে এইচআইভি/এইড্স বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনাবা সালমা ফেরদৌস এর সঞ্চালনায় সভায় ডিআইসি ম্যানেজার জনাব মহিদুল ইসলাম মিলন ডিআইসি এবং আউটরীচ কার্যক্রম সম্পর্কে আলোচনা তিনি বলেন ডিআইসি’র মাধ্যমে আমরা হিজড়া এবং এমএসএম জনগোষ্ঠীর মাঝে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং ভিসিটি, যৌনবাহিতরোগ, সাধারন রোগের স্বাস্থ্য সেবা এবং মানবাধিকার রক্ষায় কাজ করে আসছি। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আনোয়ারুল ইসলাম কাজল ফটো সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি খুলনা, প্রধান অতিথি ছিলেন, জনাব আবু হেনা মুক্তি ব্যুরো প্রধান দৈনিক ইনকিলাব, উপস্থিত ছিলেন জনাব এহতেশামুল হক শাওন বার্তা সম্পাদক দৈনিক প্রবর্তন, মোঃ বাহা উদ্দিন বাহার ফটো সাংবাদিক দক্ষিনাঞ্চল প্রতিদিন, মামুন রেজা সিনিয়র ফটো সাংবাদিক দৈনিক প্রবাহ, মাসুদরানা, সোহাগ দেওয়ান নিজস্ব প্রতিবেদক দৈনিক সময়ের খবর, মোঃ শাহআলম, মোঃ হুমায়ুন কবীর, কাজী আমানুল্লাহ সিনিয়র রির্পোটার ডেইলি ট্রিবিউন। সভায় একটি কর্ম সহায়ক পরিবেশ তৈরীর প্রচেষ্টা অব্যহত রাখার সিদ্ধান্ত নেয়া হয় যা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল সামাজিক বাধা বিদ্যামান তা দূরীভুত করনে একটি অনুকুল কর্ম পরিবেশ তৈরী করবে। মুক্ত আলোচনায় প্রশ্নত্তোর দেন জনাব মহিদুল ইসলাম মিলন ডিআইসি ম্যানেজার কেএমএসএস। সভায় উপস্থিত ছিলেন জনাব খন্দকার মোসাদ্দেক বারী ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার, সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন সোহানুর রহমান সবুজ ও সজল আহমেদ আউটরীচ সুপারভাইজার কেএমএসএস।