পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ জেলা শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। সোমবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ মোঃ আমিনুল ইসলাম টুকু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অজিত কুমার সরকারকে প্রধান শিক্ষক থেকে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, অজিত কুমার সরকার ১৯৮৫ সালের ১ জুন সহকারী শিক্ষক হিসেবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৬ সালে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। এরপর চলতি বছরের ৯ জুন প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়।
অজিত কুমার টানা প্রায় ৩৮ বছর অত্র বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ২০০৮ সাল থেকে দক্ষতার সহিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। যার ফলে বিগত টানা কয়েক বছর জিপিএ’তে কয়েকটি উপজেলার মধ্যে অত্র প্রতিষ্ঠান সেরা কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে। তার কর্মকালীন সময়ে অত্র প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, প্রধান ফটক, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, শেখ রাসেল দেওয়ালিকা, আধুনিকমানের ওয়াশ রুম নির্মাণ ও লিফট সহ ৬ তলা বিশিষ্ট বহুমুখী একাডেমীক ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।
এদিকে জেলা শিক্ষা অফিসার হিসেবে পদায়ন হওয়ায় অজিত কুমার সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
(125)