দুই পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাঁদের এই সাক্ষাতের ব্যবস্থা করে দেন।
প্রথমে সকালে মিস্টার চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য বৃহস্পতিবার দুপুরের দিকে কারাগারে যান।
তবে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের সাথে কোনও কথা বলেননি তারা।
ফাঁসির দণ্ড পাওয়া সাকা চৌধুরীকে গতকাল কাশিমপুর কারাগার থেকে তাঁকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
এরপর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া আরেকজন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরাও তার সঙ্গে দেখা করতে যান।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ গতকাল বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।-বিবিসি
(0)