ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দুপুর একটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও গাজী টেলিভিশন।
সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশকে এখন অনেকেই বড় দল ভাবতে শুরু করেছে। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলেও এই চেনা প্রতিপক্ষকে গতবছর গুড়িয়ে দিয়েই শুরু হয়েছিল লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশের পথচলা। এদিকে ২০১৫ সালে ১৫ ওয়ানডের ১০টিতেই জিতেছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে চলতি বছর ২৬টি একদিনের ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র ৭টিতে। সবশেষ সিরিজ হেরেছে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের জন্য সবচেয়ে হুমকি হতে পারে ডেভ হোয়াটমোর। যিনি একসময় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশেরও। এবার জিম্বাবুয়ের কোচ হয়ে ফলে মাশরাফিদের সম্পর্কে সবই জানা হোয়াটমোরের। যা বাড়তি কাজে দেবে সফরকারীদের।
এদিকে এ সিরিজ থেকে র্যাংকিংয়েও কোন প্রাপ্তির হাতছানি নেই স্বাগতিকদের জন্য। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৩ হোম সিরিজে জয়ে র্যাংকিংয়ের সাতে বাংলাদেশ। জিম্বাবুয়ের বর্তমান অবস্থান ১০ নম্বরে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
(1)