

ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে গা না ভাসিয়ে, টি টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামী বিশ্বকাপের আগে এই ফরম্যাটে কাঙ্খিত টিম কম্বিনেশন খুঁজে বের করাই প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে দু দল দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে বলে ঘুরে দাড়ানোর ভালো সম্ভাবনা দেখছেন সফরকারি অধিনায়ক এলটন চিগুম্বুরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে শুক্রবার বিকাল পাঁচটায়।
গেলো দশ বছরে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশী ওয়ানডে খেললেও বাংলাদেশের অভিষেক টিটোয়েন্টির প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ মাত্র তিনটি। যার শেষটা আড়াই বছর আগে হারারেতে।
সময়ের বদলে ওয়ানডেতে কতটা পরিণত বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে জিম্বাবুয়ে। কিন্তু সিরিজটা যখন টিটোয়েন্টি, গলায় ভরাট সুর প্রতিপক্ষ অধিনায়কের।
অন্যদিকে ওয়ানডে সিরিজ জেতা আত্মবিশ্বাসী বাংলাদেশ, ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে। তিন পেইসার মুস্তাফিজ মাশরাফি আল আমিন কাটিয়েছেন বিশ্রামে। ছিলেন না দুই ব্যাটসম্যান ইমরুল আর নাসিরও। হাথুরুসিংহের ছককষাকষিতে ভরসা বাকী দশ।
যে জিম্বাবুয়ের সঙ্গে সবগুলো টিটোয়েন্টিতে খেলেছেন মুশফিক ও সাকিব। ছুটিতে থাকায় এবার বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক সাকিব আল হাসান নেই । নেই বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ধারী সৌম্য সরকারও। তাই জয় পরাজয় নয় জিম্বাবুয়ে সিরিজে আগামী বিশ্ব টিটোয়েন্টির জন্য সঠিক কম্বিনেশই ঘুরে ফিরে আসছে স্বাগতিকদের ভাবনায়।
ওয়ানডে ব্যর্থ লিটন দাস। সাব্বির রহমানদেরও ক্যারিয়ারের শুরুটা, চড়াই উতরাই দিয়ে। বদলে যাওয়া বাংলাদেশ বদলাচ্ছে মানসিকতায়ও। বেরিয়ে এসেছে হুটহাট বাদ দেয়ার সংস্কৃতি থেকেও ।
টিটোয়েন্টিতে বোলাররা নিজেদের দায়িত্বে সফল হলেও, ব্যাটিংয়ে ধারাবাহিকতা অর্জন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
(0)