ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যান ইউ। এদিকে আবারো হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
২২ মিনিটের মধ্যে স্টিভেন নাইস্মিথ দু গোল করে এগিয়ে দেন স্বাগতিক এভারটনকে। প্রথমার্ধে নেমানজা মাটিচ ব্যবধান কমান চেলসির হয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধে নাইস্মিথ হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে এভারটনের জয় নিশ্চিত করেন স্কটিশ ফরোয়ার্ডের। লিগে ৫ ম্যাচে তৃতীয় হার হোসে মরিনহো শিষ্যদের। ১৯৮৬ সালের পর লিগে সবচেয়ে বাজে শুরু চেলসির।
(0)