ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় ১৫ দিন নদীতে মাছ ধরা বন্ধ ছিলো। সরকারি এই নিষেধাজ্ঞা শেষে আবারো পুরোদমে শুরু হয়েছে ইলিশ আহরণ। ঝাঁকে ঝাঁকে মাছ আসছে জেলেদের জালে। ব্যস্ততা বেড়েছে আড়তদারদেরও।
তবে, অনেকের দাবি, নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো উচিত। না হলে জালে এখনো ধরা পড়ছে ডিমওয়ালা মা ইলিশ।
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেক জান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার পর্যন্ত নদী এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নদীতে ফিরতে শুরু করেছেন জেলেরা। দিনরাত জাল ফেলে তুলে আনছেন রুপালী ইলিশ। ফলে মৌসুমের শুরুতেই বাজারে নতুন ইলিশে সয়লাব। দামও কিছুটা কম।
নিষেধাজ্ঞার আগের তুলনায় এখন মণপ্রতি দাম ৫ থেকে ৭ হাজার কম; জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা বলছেন, মাছ ধরার নিষেধাজ্ঞার সময় আরো বাড়ানো উচিৎ। কেননা, মেয়াদ শেষ হলেও এখনো ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে।
তবে মৎস্য কর্মকর্তারা মনে করেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সূচি সঠিকভাবেই নির্ধারণ করা হয়েছে। তবে ত্রুটি বিচ্যুতি থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার।
(0)