ঝিনাইদহে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন শিশুরা এ রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ১১ মাসে শুধু ঝিনাইদহ সদর হাসপাতালে ৬৯৬ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান অফিস থেকে এ তথ্য জানানো হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ হিসেবে স্বাস্থ্য বিভাগের কর্মীরা জানান, জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের তথ্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেই। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান থেকে জানা গেছে, জানুয়ারী মাসে ৯৮, ফেব্রয়ারি মাসে ১০০, মার্চ মাসে ৮২, এপ্রিল মাসে ৪৩, মে মাসে ৪১, জুন মাসে ২৫, জুলাই মাসে ৫৩, আগস্ট মাসে ৭৩, সেপ্টেম্বর মাসে ৪৮, অক্টোবর মাসে ৫৭ ও নভেম্বর মাসে ৭৬ শিশু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।
এর মধ্যে নিউমোনিয়া রোগে সেপ্টেম্বর মাসে ২ জন ও জুলাই মাসে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশু ও বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকে মারাও গেছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক আনোয়ারুল ইসলাম জানান, মায়েদের সচেতনতার অভাবে শিশুরা ঠান্ডায় এ রোগে আক্রান্ত হচ্ছে।
তিনি জানান, সদর হাসপাতালে নিউমোনিয়া রোগের ভাল চিকিৎসা আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। মায়েদের সচেতনতা এ রোগ থেকে শিশুদের রক্ষা করতে পারে বলে শিশু চিকিৎসক আনোয়ারুল ইসলাম জানান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডু জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে পর্যাপ্ত বেড নেই। নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের নিবিড় পরিচর্চা দরকার। কিন্তু বেডের অভাবে চিকিৎসা সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের মায়েরা জানিয়েছেন, এ রোগের ওষুধ বাইরে থেকে কিনতে হয়। এজন্য হতদরিদ্র পরিবার বিপাকে পড়েন।
(0)