জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গত এক বছর ওয়ানডেতে দুর্দান্ত সময় পার করলেও, টি-টোয়েন্টিতে এখনও অনেকটাই ম্লান। তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সাথে, স্কোয়াড নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
অন্যদিকে, ওয়ানডে সিরিজে ব্যর্থতা ভুলে, ঘুরে দাঁড়াতে মরিয়া চিগুম্বুরার জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টির আগে এমনটিই জানিয়েছেন দু’দলের অধিনায়ক।
ওয়ানডেতে বছরের ২য় সফল দল বাংলাদেশ। অথচ, এ বছর তিনটি টি-টোয়েন্টির ২টিতেই প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন টাইগাররা। ক্রিকেট বিশ্বের রাঘব বোয়ালদের বধ করা বাংলাদেশ, টি-টোয়েন্টিতে কেন যেন অসহায় হয়ে পড়ে প্রতিপক্ষের সামনে।
আর এখন পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টিতে মাত্র ১২টি জয়ই বলে দিচ্ছে, ক্রিকেটের ধুমধাড়াক্কা এই ফরমেটে কতটা পিছিয়ে টাইগাররা।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, চিসোরো, তিনাসে পানিয়াঙ্গারা, মাদজিভা, লুক জঙ্গো এবং গ্রায়েম ক্রেমার।
(1)