

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা একটায়।
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া বাংলাদেশের সিরিজ জেতার কাজটি করতে হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাতেই দেশে ফিরে যাচ্ছেন ১৪৫ রানে জেতা প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার।
চোটের কারণে আগেই রুবেল হোসেন, সৌম্য সরকার ও তাসকিন আহমেদকে হারিয়েছে বাংলাদেশ। এবার সাকিবও চলে যাওয়ায় শক্তি কিছুটা কমে গেল স্বাগতিকদের।
অভিষেকের পর থেকে ব্যাটিং-বোলিংয়ে নির্ভরতা দিয়ে আসা সাকিবের অভাব অনুভব করবেন অধিনায়ক মাশরাফি। তবে সাকিবকে ছাড়া সিরিজ জয়ও নতুন কিছু হবে না। এর আগেও এই অলরাউন্ডারকে ছাড়াই সিরিজ জিতেছে বাংলাদেশ।
স্বাগতিক বাংলাদেশের ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। মাশরাফি বাহিনীর বোলিং তোপে পড়ে মাত্র ১৮৩ রানে ১০ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।
(0)