নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের চারজন পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনের বাড়ি ময়মনসিংহে এবং একজনের বাড়ি ফেনী।
আহত অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। পুলিশ জানায়, পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
হয়তো তারা ডাকাতই ছিলো। কিন্তু, তাদের পরিনতি যে কতোটা নিমর্ম হয়েছে, তার সাক্ষ্য দিচ্ছে উৎসুক জনতার মোবাইলে ধারণ করা এই ভিডিও।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত পুরিন্দাবাজারের নৈশপ্রহরী ভাষ্য মতে, পাঁচ টনের একটি ট্রাকে চেপে বাজারে আসে ১০ জনের বেশি। তারা ভুইয়া আড়ৎ থেকে চাল কেনার কথা বলে দুই নৈশপ্রহরীকে হাত-পা ও মুখে বেঁধে ফেলে ওই ব্যক্তিরা। এরপর, তারা আড়তের তালা ভেঙ্গে চাল ভর্তি বস্তা ট্রাকে তুলতে থাকে। এরইমাঝে কৌশলে নিজের বাধন খুলে গ্রামবাসীকে খবর দেন তিনি। ডাকাতে ঘোষনা দেয়া হয় মসজিদের মাইকে।
গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান ৭জন। আর পুলিশের হাতে আটক পাঁচ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নেয়া হলে সেখানে মারা যায় আরো একজন। এলাকাবাসী বলছে, দীর্ঘদিন ধরে ডাকাতের উৎপাতে অতিষ্ঠ তারা।
পুলিশ জানায়, পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
(0)