ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক শাহ্ আহম্মেদ ফজলে রাব্বী।
উপস্থিত ছিলেন জেলা কমান্ডার সেলিমুজ্জামান, আনসার ব্যাটেলিয়ানের অধিনায়ক চন্দন দেবনাথ, বাগেরহাট জেলা কমান্ডার মাজাহারুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, আবাসিক মেডিকেল অফিসার উজ্জল সরকার ও ডাক্তার মোহসেনা ফেরদৌস, ডাক্তার তিথি রায়, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
এ সময় উপজেলার ১৪টি ইউনিয়নের ৫ শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ফ্রি মেডিকেল সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়।
(5)