ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি চৌধুরী হামিদুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে আরশনগর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে চৌধুরী হামিদুর রহমানের মৃত্যুর সংবাদে স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া, ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল, আওয়ামীলীগ নেতা শেখ আবু হাসান, শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশারসহ হাজার হাজার নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ছুটে যান।
বৃহস্পতিবার যোহরবাদ মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
(0)